- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ১০ জুলাই ২০২১ | ৬:৪০ পূর্বাহ্ণ
মাঠে অসদাচরণের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ ও জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির। হারারে টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় একে অন্যের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন দুজন, যেটি গড়িয়েছিল ঠোকাঠুকি পর্যন্ত।
দিনের তৃতীয় ওভারে মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলটা ছেড়ে দিয়ে একটু নেচেই নিয়েছিলেন তাসকিন। মুজারাবানি সেটা সহজভাবে নেননি, তাসকিনের দিকে এগিয়ে গেছেন। তাসকিনও চুপচাপ থাকেননি। খানিক বাদে তাসকিনের হেলমেট আর মুজারাবানির মুখ লেগে থাকল, কথা চালাচালি চলল সেভাবেই।
এমন কাণ্ডে দুজন আচরণবিধির প্রথম পর্যায়ের অপরাধ করেছেন বলে জানিয়েছে আইসিসি। ধারা ২.১.১২ অনুযায়ী, ম্যাচ সংশ্লিষ্ট কারও সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শে জড়ালে এমন শাস্তি হওয়ার কথা।
জরিমানার সঙ্গে দুজনকে দেওয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্টও। টিভি আম্পায়ার আইনো চাবির দেওয়া অভিযোগের ভিত্তিতে তাঁদের এ শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
শাস্তি মেনে নিয়েছেন তাসকিন ও মুজারাবানি দুজনই।