• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

    | ১০ জুলাই ২০২১ | ৬:৪৩ পূর্বাহ্ণ

    প্রতিদিনই করোনার রুদ্রমূর্তি দেখতে শুরু করেছে দেশ। প্রায় প্রতিদিনই ভাঙছে করোনায় মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মারা গেছেন ২১২ জন। দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪ জনে।

    শুক্রবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৩২৪ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৪৩ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেলো ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৫৮৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৩ হাজার ২৬৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৯ শতাংশ।

    ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন।

    গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২১২ জনের ৫৩ জনই ঢাকার। এছাড়া খুলনা ৭৯ জন, চট্টগ্রাম ২৬, রাজশাহী ২৩, বরিশাল ৫, সিলেট ৬, রংপুর ১২ এবং ময়মনসিংহ ৮ জনের মৃত্যু হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০