- আজ রবিবার
- ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ১১ জুলাই ২০২১ | ৯:১০ পূর্বাহ্ণ
আর্জেন্টিনাকে ২৮ বছর পর প্রথম কোন শিরোপার স্বাদ দিয়ে চলতি কোপা আমেরিকার সেরা ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। সর্বোচ্চ গোল-এসিস্ট করে আসরের গোল্ডেন বল ও বুট নিজের করে নিয়েছেন এই ক্ষুদে ফুটবল জাদুকর।
কোপার এই আসরে ফাইনালসহ মোট ৭টি ম্যাচ খেলেছেন ৩৪ এ পা দেয়া মেসি। এর মধ্যে পাঁচটিতেই হয়েছেন ম্যাচ সেরা। গোলও করেছেন সর্বোচ্চ চারটি। অ্যাসিস্টও সর্বোচ্চ পাঁচটি, যা কিনা কোপার ইতিহাসে এক আসরের সর্বোচ্চ। তাই স্বাভাবিকভাবেই শিরোপা না জিতলেও অন্তত সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার যে মেসি জিতবেন তা আগেই জানা ছিল।
দলকে শিরোপা জিতিয়ে জিতে নিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরষ্কারও। আর আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |