- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
| ১৬ জুলাই ২০২১ | ৮:৫৩ পূর্বাহ্ণ
বলিউডের তারকা দম্পতি সাইফ আলী এবং কারিনা কাপুরের দ্বিতীয় সন্তান জন্মের পর থেকেই শুরু হয় নানা রকম গুঞ্জন। ভক্তরা অপেক্ষায় থাকতে শুরু করেন সাইফ-কারিনা দম্পতির দ্বিতীয় সন্তানকে দেখার জন্য। অবশেষে অপেক্ষার অবসান হল ভক্তদের। হবু মায়েদের জন্য কারিনার লেখা একটি বইয়ে সেই সন্তানের দেখা মেলে।
কিন্ত ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ নামে বইটি লিখে একটু বিপাকেই পড়লেন এই অভিনেত্রী। তার নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
বইয়ের নাম ‘প্রেগন্যান্সি বাইবেল’, আর তাতেই সমস্যা বেড়েছে। জানা যাচ্ছে, অল ইন্ডিয়া মাইনরিটি বোর্ডের অনেক সদস্যই করিনা কাপুর খানের লেখা এই বইটির তীব্র সমালোচনা করেন, এবং আপত্তি তোলেন অভিনেত্রী লেখা বইয়ের নামের বিরুদ্ধে।
অভিনেত্রীর নামে অভিযোগ দায়ের করেন আলফা ওমেগা খ্রীষ্টান মহাসংঘের প্রেসিডেন্ট আশিষ শিন্ডে, তাঁর মতে করিনা কাপুরের বইয়ে বাইবেল ব্যবহার করে তিনি খ্রীষ্ট ধর্মের অপমান করেছেন। তিনি বলেন, ‘বাইবেল খ্রীষ্টধর্মের খুবই পবিত্র একটি শব্দ। অভিনেত্রী তাঁর বইতে সেই শব্দকে যেভাবে ব্যবহার করেছেন, খ্রীষ্টধর্মের মানুষদের মনে আঘাত লেগেছে।’
যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেন নি করিনা কাপুর খান।