- আজ বৃহস্পতিবার
- ৪ঠা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ২৪ জুলাই ২০২১ | ১০:২২ পূর্বাহ্ণ
করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই। তিনি শুক্রবার রাত ১০ টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্না নিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাখা হয়েছিলো হাসপাতালের ভেন্টিলেশনে। গতকাল শুক্রবার রাত ১০টার কিছু আগে তিনি হার্ট অ্যাটাক করেন। অবশেষে করোনার সঙ্গে লড়াই করে চলেই গেলেন তিনি।
বাংলাদেশের সঙ্গীত জগত হারালো এক উজ্জ্বল নক্ষত্র। দেশীয় সঙ্গীতে ফকির আলমগীরের অভাব অপূরণীয়। আর তাই কোটি বাঙালির হৃদয়ে তিনি বেঁচে থাকবেন কালজয়ী গানের মাধ্যমে। অর্ধশতাব্দী ধরে ছিলেন শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর।
ফকির আলমগীরের জন্ম ১৯৫০ সালের একুশে ফেব্রুয়ারি। ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামের শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। গুণী এই শিল্পীর শৈশব কেটেছে কালামৃধায়। পড়াশোনা করেছেন তৎকালীন জগন্নাথ কলেজে।
ছাত্রজীবনেই নাম লেখান গণ ও পপ সঙ্গীতে। মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার ডাকে গান গেয়ে জুগিয়েছেন বিজয়ের শক্তি। পরবর্তীতে সৃষ্টি করেছেন বেশকিছু কালজয়ী গান, সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভান্ডার।