• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    শ্রীপুরে সাংবাদিকের মাথায় রামদার কোপ!

    | ২৭ জুলাই ২০২১ | ৯:১০ পূর্বাহ্ণ

    গাজীপুরে কর্মরত নিউজ২৪’র প্রতিনিধি আল আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় শ্রীপুর চৌরাস্তা এলাকায় ছয় থেকে সাতজন তরুণ তাঁর ওপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

    হামলাকালে ওই যুবকরা তাঁর ভিডিও ক্যামেরা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি। হামলার ঘটনায় মামলা হবে।’

    হামলার শিকার সাংবাদিক আল আমিন জানান, গতকাল রবিবার সন্ধ্যা সাতটার দিকে শ্রীপুর চৌরাস্তার পশ্চিম পাশে মনিরের দোকানের সামনে মারামারির ভিডিও ধারণকালে ফয়সালের (২৫) নেতৃত্বে ছয় থেকে সাতজন তরুণ তাঁর ওপর হামলা চালায় একপর্যায়ে তারা রামদা দিয়ে কোপ দেয়।

    এতে একটি কোপ তাঁর মাথার ডান পাশে, আরেকটি কোপ ডান কানে লেগে গুরুতর জখম হন। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে জাহিদ তাঁকে রড দিয়ে এলোপাতাড়ি পেটায়।

    হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে শ্রীপুরের কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সাংবাদিকরা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০