- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ২৮ জুলাই ২০২১ | ১২:০২ অপরাহ্ণ
দিনাজপুরের হিলিতে করোনায় দেড়বছর ধরে বন্ধ কিন্ডারগার্টেনগুলো। হিলিতে সর্বমোট ২১টি কেজি স্কুল রয়েছে, যাতে শিক্ষক আছেন তিনশতাধিক।
বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। সংসার চালতে বাধ্য হয়ে কেউ হয়েছেন রাজমিস্ত্রী ও মুদিদোকানি, কেউবা করছেন অন্য কাজ।
করোনা মহামারিতে দীর্ঘদিন স্কুল বন্ধ। নেই রোজগার, উপায়ন্তর না দেখে তাই রাজমিস্ত্রীর কাজ শুরু করেন আাজিজুল। যে হাতে শিক্ষার্থীদের শেখাতেন অ আ ক খ, সেই হাতেই এখন গড়ছেন ইমারত।
করোনার এই দুঃসময়ে শুধু আজিজুল হকই নন, জীবীকা বদলেছেন আরও অনেক শিক্ষক। কেউ করছেন সেলাইয়ের কাজ। আবার কেউ দিয়েছেন মুদি দোকান।
এমন অবস্থায় শিক্ষকদের আর্থিক সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।