• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    গাঁজাসহ আটক হাইওয়ে পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ আগস্ট ২০২১ | ৮:৪২ পূর্বাহ্ণ

    নরসিংদীর রায়পুরায় গাঁজাসহ গ্রেপ্তারকৃত মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    গাজীপুর হাইওয়ে রিজিয়ন পুলিশ সুপার আলী আহমদ খান এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন।

    জানা যায়, মুন্সীগঞ্জের গাজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি কনস্টেবল হোসেল রানা ২৮ জুলাই (বৃহস্পতিবার) থানায় অনুপস্থিত ছিলেন।

    পরে ফাঁড়ির আশপাশে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ওই দিনই ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. কামাল উদ্দিন সোহেল রানার গরহাজির (অনুপস্থিত) বিষয়ে থানার একটি সাধারণ ডায়েরি করেন।

    পরবর্তীতে নরসিংধী জেলার বিশেষ শাখার ডিআইও-১ এর মাধ্যমে গোপন সংবাদে জানা যায়, কনস্টেবল সোহেল রানা মাদকসহ নরসিংদী জেলায় আটক আছে। মাদকসহ পুলিশের কাছে আটক কনস্টেবল সোহেল রানাকে গাজীপুর হাইওয়ে রিজিয়ন পুলিশ সুপার আলি আহমদ খান এক অফিস আদেশে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন।

    ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, ব্যক্তি হোসেল রানার অপরাধ হাইওয়ে পুলিশ নিতে পারে না। আইন সকলের জন্য সমান। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১