- আজ শুক্রবার
- ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ আগস্ট ২০২১ | ৬:১৩ অপরাহ্ণ
বিবিয়ানা ও জালালাবাদ গ্যাস ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকার উত্তর অংশ, আশুলিয়া ও সাভার, গাজীপুর, টাঙ্গাইল ও নরসিংদীর অনেক এলাকায় তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে।
আগামী কয়েকদিন এসব এলাকার গ্রাহকদের বড় একটি অংশকে গ্যাসের সমস্যায় ভুগতে হবে বলে জানিয়েছে তিতাস।
সোমবার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবিয়ানা ও জালালাবাদ গ্যাসক্ষেত্র রক্ষণাবেক্ষণ কাজের জন্য জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে।
ফলে তিতাস অধিভুক্ত ধনুয়া, জয়দেবপুর, সাভার, আশুলিয়া, কোনাবাড়ি, টাঙ্গাইল, এলেঙ্গা, নরসিংদী এবং ঢাকা শহরের উত্তরাংশে গ্যাসের চাপ একেবারেই কমে গেছে।
বাসাবাড়ির সংযোগ ছাড়াও এসব এলাকায় থাকা বিপুল সংখ্যক কল কারখানাকে গ্যাসের সঙ্কটে ভুগতে হবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |