• আজ শুক্রবার
    • ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ‘ভাগের টাকায় রিকশা কেনেন ডাকাত রজব’

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ আগস্ট ২০২১ | ১০:২৩ অপরাহ্ণ

    ঈদের আগের রাতে গরু ব্যাপারিদের ১৩ লাখ টাকা লুট করে গাজীপুর থেকে আবার ঢাকায় ফিরে যায় ডাকাতদল। উদ্দেশ্য ছিল আরো কয়েকটি ব্যাপারি দলের টাকা লুটের। কিন্তু শিকার না মেলায় ট্রাক নিয়ে গাবতলী হয়ে কালিয়াকৈরের গভীর জঙ্গলে গিয়ে ডাকাতির টাকা ভাগবাটোয়ারা করে। ভাগের আগেই দলনেতা মাইনুল প্রায় চার লাখ টাকা গোপনে সরিয়ে রাখে। ৯ লাখ টাকা ভাগ হয় ডাকাতিতে অংশ নেওয়া ১২ ডাকাতের মধ্যে। ডাকাতিতে ব্যবহৃত ট্রাকের ভাড়া এবং দলনেতা হওয়ায় বেশি নেন মাইনুল। ভাগের ৫০ হাজার টাকা দিয়ে ব্যাটারির রিকশা কিনেন ডাকাত রজব আলী।

    বুধবার রাতে গ্রেপ্তারের পর সাত গরু ব্যাপারির ১৩ লাখ টাকা লুটে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশের কাছে এসব তথ্য জানায় ডাকাতদলের নেতা রাজশাহীর মাইনুল ইসলাম (৩০), নাটোরের রজর আলী (৩০), জাহাঙ্গীর আলম (২৩) ও আবুল বাশার ওরফে বাদশা (৪৫)।

    ঈদুল আজহার আগের রাতে (২০ জুলাই) ঢাকার নতুন বাজার কোরবানির হাট থেকে ট্রাকে বাড়ি ফেরার পথে যাত্রীবেশে অবস্থান নেয় ডাকাতদল। গাজীপুর সিটি করপোরেশনের সালনায় পৌঁছে চলন্ত ট্রাকে মারধর করে গরু ব্যাপারিদের। এ সময় তাদের ১৩ লাখ টাকা লুটে জয়দেবপুর থানা এলাকার গভীর গজারি বনে ফেলে গিয়েছিল।

    তিনি আরো জানান, নতুন বাজার এলাকার ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে ট্রাকটি শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং লুটের ১৩ লাখ টাকার মধ্যে এক লাখ টাকা উদ্ধার হয়। জব্দ করা হয় ট্রাকটি। জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১