- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ আগস্ট ২০২১ | ৭:৩৩ অপরাহ্ণ
বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে মাদক মামলায় গ্রেপ্তারের পর এবার আটক হলেন তার সহযোগী নির্মাতা চয়নিকা চৌধুরী। চয়নিকাকে পরীমনি ‘মম’ বা মা সম্বোধন করতেন।
শুক্রবার (৬ আগস্ট) বেশ কয়েকটি অভিযোগে রাজধানীর পান্থপথ থেকে চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে পুলিশ।
আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে পরীমনি ও তাকে মুখোমুখি করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
চয়নিকা চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘পরীমনি ও রাজের মামলা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আমরা যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারি।’
এর আগে একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকার শেষে বের হওয়ার পর চয়নিকার ব্যক্তিগত গাড়ি আটকে তাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।