• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বিধিনিষেধ শিথিল হবে ধাপে ধাপে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ আগস্ট ২০২১ | ৬:১০ অপরাহ্ণ

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান কঠোর লকডাউনের বিধিনিষেধ আগামী ১১ অগাস্ট থেকে ‘ধাপে ধাপে’ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গত সভায় যেটা আলোচনা হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সভাপতিত্ব করেছেন। সেখানে সিদ্ধান্ত ছিল ১০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা। তারপর ১১ তারিখ থেকে ধাপে ধাপে শিথিল করা।

    “যদিও শনাক্তের হার কমছে, কিন্তু মৃত্যু দুইশর ওপরে আছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। আগামীতে কী পর্যায়ে শিথিল করব, সে বিষয়ে আজ প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পাব। সেটা আজ বা কাল জানাতে পারব।”

    ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে হয়ত রোববারই, আর তা না হলে সোমবার সকালে প্রজ্ঞাপন হবে।

    “কতটুকু শিথিল হবে তা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর জানাতে পারব। আমাদের পরামর্শ ধাপে ধাপে। কোনটি কখন খোলা হবে, কতটুকু পরিসরে খোলা হবে সেটা দেখতে হবে। তবে কঠোরভাবে যাতে স্বাস্থ্যবিধি প্রতিপালন হয়, সেদিকে কঠোর ব্যবস্থা থাকবে।”

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০