- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ আগস্ট ২০২১ | ৬:১২ অপরাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈরে সম্পত্তি রক্ষায় স্থানীয় আটাবাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ইয়াছিন অন্যের জমিতে সাইনবোর্ড বসিয়ে ও ভুয়া কাগজপত্র তৈরি করে দখলবাণিজ্যে মেতে উঠেছেন। এভাবে তিনি হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেক ব্যবসায়ী ও সাধারণ কৃষক। তার অন্যায়-অত্যাচার থেকে রক্ষা পায়নি সংখ্যালঘু পরিবারও।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত নুর উদ্দিন বলেন, ভূমিদস্যু ওই সাবেক চেয়ারম্যান আমাদের পৈতৃক ৪৬ শতাংশ জমির ভুয়া দলিল বানিয়ে দখলের চেষ্টা করছেন। এমন কি তিনি আমাদের মার্কেট ভাঙচুর করে উল্টো আমাদের নামেই থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছেন। আরেক ক্ষতিগ্রস্ত মজিবুর রহমান বলেন, ওই চেয়ারম্যান এলাকায় ‘সাইনবোর্ড ব্যবসায়ী’ নামে পরিচিত। আমিও তার হয়রানির শিকার হয়েছি। বিজয় চন্দ্র পাল বলেন, তার কাছ থেকে ১৪ লাখ টাকা দিয়ে আড়াই শতাংশ জমির বায়না দলিল করি। কিন্তু এখন জমিও দেয় না, টাকাও ফেরত দিচ্ছে না। বিষয়টি মন্ত্রীকে জানালে ওই চেয়ারম্যান আমাকে ডেকে নিয়ে মারধর ও গলায় টিপে ধরে নানা ধরনের হুমকি দেন। হানিফ আলী বলেন, বাড়ি করার জন্য ৪৪ লাখ টাকা দিয়ে ২০ সতাংশ জমি কিনেছিল। ওই জমিও তিনি জোর করে নিয়ে নেন। কিন্তু প্রথমে কিছু টাকা দিলেও পরে নানা অজুহাতে সে টাকাও নিয়ে নেন। টাকা চাইতে গেলে আমাকে মারধরও করেন।
শুধু তারাই নন, ওই চেয়ারম্যানের অন্যায় অত্যাচার, জাল-জালিয়াতি শিকার এমন প্রায় অর্ধশত ব্যক্তির তালিকা দেখান সংবাদ সম্মেলনে। এ সময় ওই ভুমিদস্যু সাবেক চেয়ারম্যানের অন্যায়, অত্যাচার থেকে বাঁচতে সরকারের হস্তক্ষেপ কামনা ও তার বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও ক্ষতিগ্রস্ত লোকজন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |