- আজ শনিবার
- ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ আগস্ট ২০২১ | ৮:৪১ পূর্বাহ্ণ
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জাহাঙ্গীর আলম জানান, সম্প্রতি তার শরীরে করোনার লক্ষণ দেখা দিলে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নমুনা পরীক্ষা দেন। বুধবার জানতে পারেন তার নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলে জানান।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে তিন জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এ নিয়ে গাজীপুরে করোনায় মোট মারা গেছেন ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় ৭৩৫টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে।