• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন বন্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ আগস্ট ২০২১ | ৯:০০ পূর্বাহ্ণ

    গাজীপুরে গ্যাসের ট্যাংকবাহী লরি ও ট্রেনের সংঘর্ষের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর নগরের মীরের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

    টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জগামী অক্সিজেন ট্যাংক বহনকারী একটি লরি মীরের বাজার এলাকায় রেললাইনের উপর ওঠে যায়।

    সড়কে লরির সামনে ও পেছনে যানজট থাকায় রেললাইন থেকে সরে যেতে পারেনি বলে হালিম জানান।

    “এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী তিতাস এক্সপ্রেস ট্রেনটি মীরের বাজার ক্রসিং অতিক্রমকালে লরিক সঙ্গে সংঘর্ষ হয়। এতে লরির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।”

    দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১