- আজ শনিবার
- ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ আগস্ট ২০২১ | ১২:১৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকি এবং জাতীয় শোক দিবস উপলক্ষে গরু এবং নগদ টাকা বিতরণ করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাস ভবনে শনিবার (১৪ আগস্ট) সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে গাজীপুর মহানগর আওয়ামী লীগের থানা কমিটি এবং ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কিছু এতিমখানা, প্রতিবন্ধী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে জাতীয় শোক দিবসে তবারক বিতরণের জন্য একটি করে গরু এবং নগদ ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়।
মেয়র অসুস্থ থাকায় তাঁর পক্ষে বাসভবন থেকে গরুগুলো বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট আমাজদ হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মোকসেদ আলম, সহ দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় জাতীর জনক ও তার পরিবারসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে বিষেশ মোনাজাত করা হয়।