- আজ শুক্রবার
- ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ আগস্ট ২০২১ | ১২:৪৭ অপরাহ্ণ
বাঙালীর কলঙ্কময় দিন আজ। ১৯৭৫ সালের এইদিনে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় শোক দিবসে ইতিহাসের মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গোটা জাতি। শ্রদ্ধা জানিয়েছেন, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতি।
শোকাবহ ১৫ আগস্ট এবং জাতির পিতার ৪৬ তম শাহাদাতবার্ষিকীতে, ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরে স্বজনদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। এসময় শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে ধানমন্ডিতে ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতি।
শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |