- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ আগস্ট ২০২১ | ৬:১৪ অপরাহ্ণ
সাধারণ এক নরসুন্দর থেকে সোশ্যাল মিডিয়ার তারকা বনে যাওয়া অপু ভাইকে দেশের তরুণ জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় এক ওয়েব সিরিজে দেখা যাবে।
সামাজিক মাধ্যম লাইকি থেকে জনপ্রিয়তা পান অপু ভাই। হঠাৎ এক ঘটনায় জড়িয়ে গ্রেপ্তার হয়ে জেলে যান। তারপরই নিজেকে আমূল বদলে নিয়েছেন।
এর আগে আদনান আল রাজীবের নির্মাণে এক ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।
নতুন এই ওয়েব সিরিজের নাম ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’। পরিচালক অনন্য মামুন জানান, ভিন্ন আঙ্গিকে ভাবনার একটি গল্প নিয়ে সিরিজটি নির্মাণ করতে যাচ্ছি। সবকিছু অনুকূলে থাকলে আগামী সেপ্টেম্বরের ২০ তারিখ শুটিং শুরু করবো।
তিনি বলেন, সিনিয়র ভার্সেস জুনিয়র ওয়ের সিরিজে আমি সবার সামনে নতুন অপু ভাইকে নিয়ে আসতে চলেছি। তার চরিত্রের নাম আলিয়ান। চরিত্রের জন্য অপুকে তৈরি করেছি। তার লুকে পরিবর্তন এনেছি। নতুন এই লুকে যে কেউ চিরচেনা অপুকে দেখে অবাক হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে সেই লুক প্রশংসা পাচ্ছে।
পরিচালক জানান, চরিত্রের জন্য এক মাস অভিনয়ের প্রশিক্ষণ চলবে অপু ভাইয়ের। শিগগিরই নতুন ওয়েব সিরিজের সব শিল্পীর একটি তালিকা প্রকাশ করবেন অনন্য মামুন।