- আজ শুক্রবার
- ১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ আগস্ট ২০২১ | ১১:০৪ পূর্বাহ্ণ
আটদিন লাগলো তালেবানদের ক্ষমতা দখলের পর আফগান বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন আসতে। দেশের মত ক্ষমতার পালাবদল ঘটলো আফগান ক্রিকেট বোর্ডেও। ফারহান ইউসেফযাইকে সরিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আজিজুল্লাহ ফাজলি।
আফগানিস্তান তালেবানের হস্তগত হওয়ার পর পরিবার ও স্বজনদের নিয়ে উৎকণ্ঠা জানান আফগান দলের অধিনায়ক রশিদ খান। আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে বলে ধারণা ছিল দেশটির খ্যাতনামা ক্রিকেটারের।
এমন অবস্থায় এক টুইট বার্তায় বিশ্বনেতাদের উদ্দেশ্যে আকুতি জানিয়ে রশিদ খান বলেন, ‘প্রিয় বিশ্বনেতারা, আমার দেশ এ মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। প্রতিদিন নারী ও শিশুসহ অসংখ্য নিরীহ মানুষ শহীদ হচ্ছেন। ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। হাজার হাজার পরিবার ঘরছাড়া হচ্ছে। আমাদের এমন বিশৃঙ্খলার মধ্যে ফেলে রাখবেন না। আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন। আমরা শান্তি চাই।’
তবে একসপ্তাহ যেতে না যেতেই তালেবান ইস্যুতে সুর পাল্টিয়েছেন রশিদ খান। তালেবানরা আফগানিস্তানের ক্রিকেট থমকে দেবে না বলেই আশাবাদ ব্যক্ত করলেন তিনি। তার মতে, পরিবর্তিত পরিস্থিতিতেও তার দেশের ক্রিকেট চলবে আপন গতিতে।
অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ক্রিকেটে খুব বেশি প্রভাব ফেলবে না। দেশের সবাই ক্রিকেট ভালোবাসেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |