- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ আগস্ট ২০২১ | ৫:০৯ অপরাহ্ণ
উচ্চ আদালতের নির্দেশে পাবজি-ফ্রি ফায়ার গেম স্বাভাবিক প্ল্যাটফর্মে বন্ধ হলেও অবৈধ ভিপিএনের মাধ্যমে এখনও ব্যবহার সম্ভব। তবে আগের মতো গেমের কার্যকারিতা থাকবে না বলেই মনে করেন খেলোয়াড়রা।
বিশ্বজুড়ে জনপ্রিয় গেমসের তালিকায় পাবজি এবং ফ্রি ফায়ার। অ্যাপল ও গুগল প্লে স্টোরের তথ্য বলছে, ২ বিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে গেম দুটি। তবে সার্বিক সামাজিক ও মানসিক অবক্ষয় রোধে উচ্চ আদালতের নির্দেশে তিন মাসের জন্য দেশে বন্ধ হয়ে যাচ্ছে এই দুটো গেম।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। ফলে স্থায়ীভাবে বা আরও বেশি সময়ের জন্য বন্ধের সিদ্ধান্তও আসতে পারে।
যদিও ভিপিএন প্ল্যাটফর্মে গেম দুটি খেলা সবসময়ই সম্ভব। তবে গেমাররা মনে করেন, সেখানে স্বাভাবিক প্ল্যাটফর্মের মতো পারফরম্যান্স থাকবে না।
ফেসবুক গেম স্ট্রিমারদের মতে, এমন সিদ্ধান্তে দেশে ক্ষতি হবে গেমসের বাজার। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীও মনে করেন, এভাবে গেম বন্ধ করে কার্যকর ফল পাওয়া যাবে না।