- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২১ | ৪:৩৪ অপরাহ্ণ
গাজীপুরের শ্রীপুরে উত্তরপাড়া এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আটজন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ওই এলাকার ডেকো গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় তিন বছর ধরে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ঝুটের ব্যবসা করছেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সরকার লাবি। তার ওয়ার্ক অর্ডারের মেয়াদ শেষ হবে ৩০ আগস্ট।
এরই মধ্যে ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজি সুলতান উদ্দিন সরকার। এ নিয়ে বিরোধ দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ ৩ সেপ্টেম্বর এর সুরাহা করবেন বলে দুপক্ষকে আশ্বস্ত করেন। কিন্তু ওই রাতে হাবিবুরের লোকজন ট্রাকভর্তি ঝুট বের করার সময় সুলতানের সমর্থকরা নিষেধ করেন। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হাজি সুলতানের অভিযোগ-নাজিম, কাশেম ও লাবির নেতৃত্বে প্রায় ১০০ লোক দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।
অভিযোগ অস্বীকার করে হাবিবুর বলেন, আমি বৈধভাবে ব্যবসা করে আসছি। ঝুট বের করার সময় তারা হামলা চালিয়েছেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনের নামে হাবিবুর থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |