- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২১ | ৮:৫৬ অপরাহ্ণ
রাজধানীতে অনিয়মে গড়া সাড়ে তিন হাজার ভবন চিহ্নিত করেছে রাজউক। সংস্থাটির চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীর হুঁশিয়ারি, এ সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হবে আগামী মাসেই।
রাজধানীর সূত্রাপুরে হেলে পড়া একটি ভবন ভেঙে ফেলার কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ভবনটি হেলে পড়ে পাশের বাড়ি ছুঁই ছুঁই। ফলে ঝুঁকিতে আশেপাশের ভবনগুলোও। খবর পেয়ে হেলেপড়া ভবন খালি করে সিলগালা করে দেয় সিটি করপোরেশন।
ভেঙে ফেলার কার্যক্রম দেখতে আসেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও রাজউকের চেয়ারম্যান। ভবনটির পাশের দুটি ভবনেও অনিয়ম দেখে সাথে সাথে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান। সাংবাদিকদের বলেন, অনিয়ম কমাতে শুধু রাজউক নয়; প্রকৌশলীদেরও আরো সতর্ক হতে হবে।
রাজউক চেয়ারম্যান জানান, গত এক মাসে ১ হাজার ৭০০ ভবন পরিদর্শন করে এক কোটি টাকারও বেশি জরিমানা আদায় করা হয়েছে। চিহ্নিত হয়েছে সাড়ে তিন হাজার ঝুঁকিপূর্ণ ভবন। ব্যবস্থা নেয়া শুরু হবে, আগামী মাসেই।