- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ আগস্ট ২০২১ | ৭:৪৪ অপরাহ্ণ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। রোববার (২৯ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস বলেন, সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির সভায় হেফাজতে ইসলামের আমির হিসেবে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নির্বাচিত করা হয়েছে।
গত ১৯ আগস্ট আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত থেকে পূর্ণ আমির হিসেবে মুহিব্বুল্লাহ নির্বাচিত হয়েছেন।