• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ আগস্ট ২০২১ | ১১:২১ পূর্বাহ্ণ

    চুয়াডাঙ্গার জীবননগরে একটি তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে করে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

    রোববার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টার  দিকে উপজেলার উথলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পার্শ্ববর্তী তিনটি স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

    সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী।

    তিনি বলেন, ‘খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্রেন পার্বতীপুর যাচ্ছিল। এ সময় উথলী রেলওয়ে স্টেশনে ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেয়া হয়। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় ওয়াগনগুলো লাইনচ্যুত হয়। এ কারণে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

    তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭টায় উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। বেলা ১২টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০