- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ সেপ্টেম্বর ২০২১ | ৪:৩০ অপরাহ্ণ
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লী নেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ বোধ করেন ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদ। শুক্রবার সকালে তাকে নেয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে করা হয় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
এরপরও চিকিৎসকরা আরও উন্নত পরীক্ষার পরামর্শ দেন। পরে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লীর মেডান্টা হাসপাতালে নেয়া হয় তোফায়েল আহমেদকে।
তোফায়েল আহমেদের ভাতিজা আলী আজম মুকুল বলেন, গতকাল বুকে ব্যথা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে।