- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ সেপ্টেম্বর ২০২১ | ৪:৪৮ অপরাহ্ণ
করোনামহামারিতে দীর্ঘদিন স্থগিত থাকার পর ৪ সেপ্টেম্বর (শনিবার) থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল শুরু হতে পারে। ভারতের প্রস্তাব করা এয়ার বাবল চুক্তির আওতায় সপ্তাহে সাতটি ফ্লাইট গ্রহণ করেছে বাংলাদেশ। এ চুক্তির আওতায় যারা ভ্রমণ ভিসায় ভারতে যাবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি চিঠি দেয়। সে চিঠিতে এসব কথা জানানো হয়। বেবিচক জানায়, ‘বিজনেস ভিসা’ নিয়ে ভারত থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারবেন। তবে বাংলাদেশে আসার পর তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
চুক্তিতে উল্লেখ করা হয়, সাতটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতায় সপ্তাহে দুটি, দিল্লিতে দুটি এবং ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চেন্নাই তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
এদিকে ভারতও তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।