• আজ বৃহস্পতিবার
    • ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি

    মাছ শিকারের উৎসব

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৯ পূর্বাহ্ণ

    বর্ষায় গাজীপুরের কালীগঞ্জে নদী-নালা, খাল-বিল পানিতে টইটুম্বুর। এসব জলাশয়ে প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে বিভিন্ন রকমের দেশীয় মাছ। আর সেইগুলো শিকার করতে এলাকার ছেলে-বুড়োরা মেতে উঠেছেন। সকাল থেকে সন্ধ‌্যা পর্যন্ত এই এলাকায় চলে মাছ শিকারের উৎসব।

    শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের শীতলক্ষ্যা নদীর পাড়ে ও উপজেলার তুমলিয়া ইউনিয়নের বেতুয়ারটেক বিল এলাকায় সরেজমিনে দেখা যায়, ভোরের আলো ফুটতে না ফুটতেই বিভিন্ন বয়সের মাছ শিকারিরা জড়ো হচ্ছেন স্থানীয় নদী-নালা, খাল-বিল ও পুকুরে। তাদের কারো হাতে ছিল ছিপ, আবার কারো হাতে মাছের খাবার। এই দিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের মাছ শিকার। তাদের বরশিতে ধরা পরে রুই, কাতল, ব্রিগেট, মৃগেল, তেলাপিয়া, কালবাউশ, পাংগাস, রুই, কাতল, বোয়াল, আইরসহ নানা দেশি মাছ।

    বেতুয়ারটেক গ্রামের কৃষক হরে কৃষ্ণ, স্বপন ও শংকর প্রতিদিনই বিলে ছিপ দিয়ে দেশি মাছ শিকার করেন। তারা জানান, এখন আর আগের মতো বিলে দেশি মাছ পাওয়া যায় না। তাই যে আশা নিয়ে তারা মাছ শিকারে এসেছিলেন, তা পূরণ হয়নি।

    বেতুয়ারটেক গ্রামের চা দোকানি আশু বলেন,  ‘সকাল থেকে বিলের ধারে বসে আছি। ১০/১২টা ছোট কৈ আর ১৫/২০ টা পুঁটি মাছ ধরা পড়েছে। তবে আশে-পাশে কয়েকজন দেশি শিং ও মাগুর পেলেও সেগুলোর সাইজ খুব ছোট।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১