- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০২১ | ৭:৫৩ অপরাহ্ণ
এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর বসতে যাচ্ছে ৬ অক্টোবর। এবারের আয়োজনে ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে এশিয়ার সাত চলচ্চিত্র, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের খ্যতিমান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ইংরেজি ভাষার সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’।
দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলীয় এক নারীর গল্প নিয়ে নির্মিত ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি, বাংলাদেশের তাহসান খান, অস্ট্রেলিয়ার মেগান মিশেল, ভারতের ঈশা চোপড়া, বিক্রম কোচার এবং কিরণ খোজেসহ অনেকেই। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন ভারতের খ্যাতিমান সংগীত পরিচালক এ আর রহমান।
শুটিং শুরু হওয়ার আগেই ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার চিত্রনাট্য একাধিক ফেস্টিভ্যালে পুরস্কার পেয়ে শুরু থেকেই আলোচনায় এসেছিল।