- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০২১ | ৪:২০ অপরাহ্ণ
ভারতে গ্রেপ্তার বনানী থানার বরখাস্ত পুলিশ পরির্দশক ও ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানাকে ফিরিয়ে আনতে দিল্লির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবিকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর।
ঢাকার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে তার বিস্তারিত জানিয়ে ও বর্তমান অবস্থা জানতে চেয়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এই চিঠি পাঠানো হয়।
ইন্টারপোলের সদস্য রাষ্ট্রগুলোর এনসিবি কাঙ্খিত ব্যক্তি সম্পর্কে তথ্য আদান প্রদান করে পরবর্তী ব্যবস্থার উদ্যোগ নেবে। তবে সোহেল রানার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মেখলীগঞ্জ থানায় অবৈধ অনুপ্রবেশের মামলা তদন্তাধীন। তাই দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার বিষয়ে কাজ শুরু করবে শিগগিরই।
ই-কমার্স সাইট ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক হিসাবে শতকোটি টাকা লোপাটের অভিযোগ মাথায় নিয়ে নেপাল পালিয়ে যেতে চেয়েছিলেন সোহেল রানা।