- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২১ | ৯:৫০ পূর্বাহ্ণ
দীর্ঘ প্রায় দেড় বছর পর আজ রোববার (১২ সেপ্টেম্বর) খুলছে স্কুল-কলেজ। শিক্ষার্থীদের বরণ করে নিতে নানা আয়োজনে প্রস্তুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। খুশির আমেজ বইছে শিক্ষার্থীদের মধ্যেও। তবে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের মানতে হবে নানা বিধি নিষেধ।
এরই মধ্যে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের জন্য ঘোষণা করা হয়েছে ৬৩টি নির্দেশনা। শিক্ষার্থীদের ক্লাসে ঢুকতে হবে সুরক্ষার ঘেরাটোপ মেনে। ক্লাসরুমে পাশাপাশি বসার ক্ষেত্রেও মানতে হবে বিধি নিষেধ।
স্কুল প্রতিদিন খোলা থাকলেও প্রাথমিক পঞ্চম এবং মাধ্যমিকে দশম শ্রেণি ব্যতীত অন্য শ্রেণিগুলোর ক্লাস হবে সপ্তাহে একদিন। তবে আর ক্লাস শেষেই ফিরতে হবে বাড়ি। আবাসিক হোস্টেল খোলা যাবে, তবে সেখানেও মানতে হবে স্বাস্থ্যবিধি।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কঠোর মনিটর করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। এরই মধ্যে তারা স্কুল-কলেজকে নির্দেশনা দিয়েছে। জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রস্তুত রাখা হয়েছে।