- আজ শুক্রবার
- ১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০২১ | ১০:৫৬ পূর্বাহ্ণ
পশ্চিমা সমর্থিত আফগান সরকারের পতনের আগে দেশটি বিদেশি সহায়তা পেয়ে আসছিল। কিন্তু তালেবানের ক্ষমতা দখলের পর সেই সহায়তা হঠাৎ বন্ধ হয়ে যায়। এ কারণে আফগানিস্তানে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কর্মসূচির ওপর চাপ বেড়ে যায়।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে ১শ কোটি মার্কিন ডলারের বেশি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতা সংস্থাগুলো। সোমবার (১৩ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘ আয়োজিত সম্মেলনে এ অঙ্গীকার করেন তারা।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘ মহাসচিব বলেন, কয়েক দশকের যুদ্ধ, ভোগান্তি এবং নিরাপত্তাহীনতার পর আফগানরা সম্ভবত তাদের সবচেয়ে বিপজ্জনক সময়ের মুখোমুখি হচ্ছে। তিনি আরও বলেন আফগানিস্তানের জনগণের একটি জীবনরেখা প্রয়োজন। এ সময় গুতেরেস বলেন, বর্তমানে আফগানিস্তানের আর্থিক ব্যবস্থা খুবই সীমিত। এর ফলে অর্থনীতির বেশ কিছু মৌলিক বিষয় নিয়ে সেখানে কাজ করা যাবে না।
সোমবারের সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র ৬ কোটি ৪০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয়, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তানের জন্য ১১ কোটি ৮০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |