- আজ শনিবার
- ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৬ পূর্বাহ্ণ
বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। যদিও দাম কিছুটা বাড়তি। সেইসঙ্গে অন্যান্য সবজির দামও ঊর্ধ্বমুখী।
রাজধানীর কাঁচাবাজারে পণ্যের সরবরাহ রয়েছে ভালো। দেশি পেঁয়াজের দাম আগের মতো থাকলেও কেজি প্রতি ৩ টাকা দাম বেড়েছে আমদানিকৃত পেঁয়াজের। আর ক্রেতা সংকটে আদা-রসুন বিক্রি হচ্ছে আগের দামে।
সবজির বাজারে আগাম শীতের সবজি আসতে শুরু করেছে। তাই দাম কিছুটা চড়া। যার প্রভাব পড়েছে অন্যান্য সবজিতেও। তবে দাম নিয়ে নেই ক্রেতাদের বড় অভিযোগ।
আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে আমদানি করা ডাল, চিনি ও তেল। সরবরাহ বাড়লে কাঁচাপণ্যের দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা।