- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১১:৫৪ পূর্বাহ্ণ
তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস এক দিন বাড়িয়ে নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।এ দুই শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন করে ক্লাস হচ্ছিল। নতুন রুটিন অনুসারে, এখন সপ্তাহে দুদিন সশরীরে ক্লাস করতে পারবে তারা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) নতুন সময়সূচি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।নতুন রুটিন অনুযায়ী, ২ অক্টোবর (শনিবার) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুদিন ক্লাস হবে।
নতুন রুটিন অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত ক্লাস সোম ও মঙ্গলবার হবে। তৃতীয় শ্রেণির ক্লাস হবে রোব ও বৃহস্পতিবার। আর চতুর্থ শ্রেণির ক্লাস শনি ও বুধবার হবে। শনি ও রোববার তৃতীয়-চতুর্থ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত ক্লাস অনুষ্ঠিত হবে। বুধ ও বৃহস্পতিবার এসব শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিকতা শিক্ষা ক্লাস হবে।
প্রথম থেকে চতুর্থ শ্রেণির তিনটি করে ক্লাস নির্দিষ্ট দিনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত চলবে। আর পঞ্চম শ্রেণির তিনটি ক্লাস শনি থেকে বুধবার পর্যন্ত দুপুর সোয়া ১টা থেকে পৌনে ৪টা পর্যন্ত হবে। আর বৃহস্পতিবার দুটি ক্লাস দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত চলবে।