- আজ শুক্রবার
- ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ অক্টোবর ২০২১ | ১১:৩৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) শুক্রবার (১ অক্টোবর) নানা কর্মসূচির মধ্য দিয়ে ইনস্টিটিউটের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
গাজীপুরে ইনস্টিটিউটের সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।
পরে ব্রির প্রশাসনিক ভবনের সামনে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আবু বকর ছিদ্দিক। প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জমান। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহাপরিচালক।
এ সময় অনুষ্ঠানে ব্রির বিভাগ এবং শাখা প্রধানসহ বিভিন্নস্তরের বিজ্ঞানী কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |