- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ অক্টোবর ২০২১ | ১২:৩৭ অপরাহ্ণ
ছাত্রদেরকে চুল কেটে দিয়ে লাঞ্ছিত করার ঘটনায়, শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে বহিষ্কারের দাবিতে আমরন অনশন করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবিকে যৌক্তিক আখ্যা দিয়ে, তাদের এই অনশন কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়েছে পুরুষ অধিকার নিয়ে কাজ করা সংস্থা এইড ফর মেন।
সংস্থাটির সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক খাঁন বলেন, ছাত্রদেরকে চুল কেটে দিয়ে লাঞ্ছিত করার মত এরকম পাশবিক একটি কাজ কোন শিক্ষক করতে পারে না। নিপীড়নকারী শিক্ষিকাকে শুধু বহিষ্কারই নয়, ফৌজদারি আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিৎ, যাতে ভবিষ্যতে আর কোন শিক্ষিকা কোন ছাত্রকে লাঞ্ছিত করার মত ধৃষ্টতা না দেখায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং এইড ফর মেন ঢাবি শাখার আহ্বায়ক মাহিন মুর্তজা অনিক এক বিবৃতিতে বলেন, ছাত্রদের গায়ে হাত দেওয়ার এখতিয়ারও কোন শিক্ষিকার নেই, সেখানে চুল কেটে দিয়ে লাঞ্ছিত করা তো অনেক পরের কথা। এরকম নিপীড়ক শিক্ষিকাকে স্থায়ী বহিষ্কারের যে দাবি রবি শিক্ষার্থীরা করেছেন, তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং যৌক্তিক। শিক্ষার্থী নিপীড়নের যেকোন ঘটনায় এইড ফর মেন সবসময়ই সোচ্চার ছিল, এখনও আছে, এবং ভবিষ্যতেও থাকবে।