- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ অক্টোবর ২০২১ | ১০:২০ পূর্বাহ্ণ
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। দেবীপক্ষের সূচনা। বুধবার (৬ অক্টোবর) ভোরে চণ্ডিপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আবাহন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা।
বুধবার (৬ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় চণ্ডিপাঠ ও সঙ্গীতানুষ্ঠানের। এছাড়া সারা দেশেই দিনটি মহা সমারোহে পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। মূলত এই দিনটি থেকে শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গননা শুরু হয়ে থাকে।
সনাতন শাস্ত্র অনুযায়ী, পিতৃপক্ষের অবসান বা দেবীপক্ষের পূর্ববর্তী অবস্থাকে বলা হয় মহালয়া। শাস্ত্র মতে, ব্রহ্মার বর অনুযায়ী কোনো মহিষাসুরকে একমাত্র নারী শক্তির দ্বারা সম্ভব ছিল বধ করা। কোনো মানুষ বা দেবতা দ্বারা তাকে বধ করা সম্ভব ছিল না। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব শক্তি দ্বারা সৃষ্ট নারীশক্তি সিংহবাহিনী মা দুর্গা মহিষাসুরকে পরাজিত করে হত্যা করেন।
শাস্ত্র অনুযায়ী, মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। আর এভাবেই মহালয়ার দিনে দেবী দুর্গার আগমন ঘটে মর্ত্যলোকে।
শাস্ত্র মতে আরও জানা যায়, মহালয়ার দিন থেকে দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর ৬ দিনের প্রতীক্ষা দেবী দুর্গা মায়ের পূজার। আর এই দিনেই দেবী দুর্গার চক্ষুদান করা হয়।