• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ অক্টোবর ২০২১ | ১০:৩০ পূর্বাহ্ণ

    দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়া উপলক্ষে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এর আগে সকালে হলের আবাসিক শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রলীগের হল পর্যায়ের নেতাকর্মীরা।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুললেও এখনও শতভাগ শিক্ষার্থী টিকার আওতায় আসেনি। এমতবস্থায় শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্য ঝুকিতে না পড়ে, সেজন্য হলে অবস্থানরত প্রত্যেক শিক্ষার্থীর মাঝে ছাত্রলীগের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়েছে।

    “জননেত্রী শেখ হাসিনার উপহার” শিরোনামের এই কার্যক্রমে আরও রয়েছে খাতা, কলম, স্কেল প্রভৃতি শিক্ষা উপকরণ। শিক্ষার্থীদের রুমে রুমে উপকরণগুলো পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করেন ছাত্রলীগের হল পর্যায়ের নেতাকর্মীরা। সমন্বয় করেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ।

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতারা ছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০