- আজ শুক্রবার
- ২রা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ অক্টোবর ২০২১ | ১০:৪৬ পূর্বাহ্ণ
রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিনগত রাতে নিহত ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
তার বয়স আনুমানিক ২৫ এবং পরনে জিন্সপ্যান্ট এবং টিশার্ট ছিল।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই যুবককে জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির বরাত দিয়ে তিনি বলেন, কারওয়ানবাজার প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় ওই যুবক বাধা দেন। তখন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
নিহতের পেটে ও বাম হাতে ছুরিকাঘাতের জখম রয়েছে।