- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ অক্টোবর ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপক্ষে ২০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে। এতে অন্তত ১৫০ মানুষ আহত হয়েছে বলে খবর মিলেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছে। এদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা বিবিসি উর্দুকে বলেন, অন্তত ১৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেককেই গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।