• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    গাজীপুরের শিশু সন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ অক্টোবর ২০২১ | ১১:০০ পূর্বাহ্ণ

    গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় শিশু সন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এ সময় ঘটনাস্থলে মা নিহত হলেও তার কন্যা শিশু গুরুতর আহত হয়েছে।

    বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার হারুণ অর রশিদ।

    তিনি জানান, বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ষ্টেশন চত্ত্বর থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ এক নারী কাটা পড়ার খবর পাওয়া যায়। এ সময় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার শিশু সন্তান আহত হয়।

    তিনি আরও জানান, শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

    কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে চলে আসছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০