- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ অক্টোবর ২০২১ | ১১:১৪ পূর্বাহ্ণ
টানা নয় ম্যাচ জয়ের পর আগের ম্যাচে কলোম্বিয়ার মাঠে হোঁচট খেয়েছিল ব্রাজিল। তবে এক ম্যাচ ড্রয়ের পর আবার জয়ের ধারায় ফিরলো লাতিন আমেরিকান জায়ান্ট ব্রাজিল। উরুগুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়েছে শীর্ষস্থান আরও দৃঢ় করল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তিতের ব্রাজিল উরুগুয়েকে হারিয়েছে ৪-১ গোলে। জোড়া গোল করেছেন রাফিনহা।
ঘরের মাঠে ম্যাচের ১০ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় সেলেসাওরা। মিনিট আটেকের মাথায় রাফিনহার গোলে ব্যবধান ২-০ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিরতির পর নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনহা। ৭৭ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান কমায় উরুগুয়ে। শেষ দিকে গ্যাব্রিয়েল বারবোসার গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে ব্রাজিল।