• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মনোনয়নপত্র জমা দিতে গিয়ে হামলার শিকার প্রার্থীসহ ৫ জন

    | ০১ নভেম্বর ২০২১ | ৩:৩৬ অপরাহ্ণ

    ইউনিয়ন পরিষদ নির্বাচনে নমিনেশন পেপার জর্মা দিতে যাওয়ার সময় যশোরের বাঘারপাড়ায় স্বতন্ত্র প্রার্থী বদর উদ্দিন মোল্যা ও তার ছেলেসহ পাঁচ জন মারপিটের শিকার হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের হুলিহট্ট গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে মাহবুব নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বদর উদ্দিন মোল্যার অভিযোগ করেন, আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের ভোট। আমি নমিনেশন পেপার জমা দিতে যাচ্ছিলাম। হুলিহট্ট গ্রামে পৌঁছামাত্র প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর লোকজন হামলা চালায়। হামলায় অংশ নেন মাসুদ, রশিদ, করিম, জসিম, মমিন ও জাহাঙ্গীর। এ সময় ওই হামলায় আমি, আমার ছেলে হাসিব ইকবাল লোটাস, মাহবুব, চঞ্চল এবং শাহরিয়ার মনু সবাই গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, মারপিটের শিকার পাঁচ জনের মধ্যে মাহবুবের অবস্থা আশঙ্কাজনক।

    তবে অভিযুক্ত নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টু বলেন, বদর উদ্দিন মোল্যার অভিযোগ সঠিক নয়। ষড়যন্ত্র করে তিনি নৌকার প্রার্থীর বদনাম করে ইস্যু তৈরি করছেন। পাশের শালিখা থেকে বিএনপি-জামায়াতের লোকজন এনে তিনি কাজ করছেন। নিজেরা মারামারি করে নৌকার বদনাম করছেন বদর উদ্দিন।

    বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, জহুরপুর ইউনিয়নে মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশের পৃথক দুটি টিম পাঠানো হয়েছে বলে জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০