• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নরসিংদীর ঘোড়াশালে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ নভেম্বর ২০২১ | ১১:১৪ পূর্বাহ্ণ

    নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পযর্ন্ত।

    এবার নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ আসনের ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৫৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিবাচনের সাবিক নিরাপত্তা র‌্যাব,পুলিশ, ভ্রাম্যমাণ আদালত, আনসারসহ আইন শৃংখলা বাহিনির সদস্যরা মাঠে রয়েছেন।

    পলাশ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জোবাইদা খাতুন জানিয়েছেন, এবারের পৌর নির্বাচনে ৯ টি ওয়ার্ডে ২৪ টি কেন্দ্রের ১৮৬ টি বুথে ৬২ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে নারী ভোটার ৩০ হাজার ৩৮৭ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ৮৬১ জন।
    মেয়র পদে লড়ছেন ঘোড়াশাল পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছত্রলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল হক রনি মোবাইল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের ইকরাম হোসেন হাতপাখা মার্কায় নির্বাচন করছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০