• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মন্ত্রিপরিষদ বিভাগের কর্মচারীদের অনুমতি ছাড়া চাকরির আবেদন করলে শাস্তিমূলক ব্যবস্থা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২১ | ১১:২৮ পূর্বাহ্ণ

    কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না মন্ত্রিপরিষদ বিভাগের কর্মচারীরা। ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ এর এই বিধান মনে করিয়ে দিয়ে গত ৩১ অক্টোবর অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চাকরির আবেদন করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে অফিস আদেশে।

    মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে- মন্ত্রিপরিষদ বিভাগের নব নিয়োগপ্রাপ্ত ১৩ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীদের অনেকেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদন করে থাকেন। অনেকের চাকরি হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।

    ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ এর ১৭ নম্বর অনুচ্ছেদের কথা স্মরণ করে দিয়ে বলা হয়, এই অনুচ্ছেদে ‘কোনো সরকারি কর্মচারী সরকারের তথা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোনো চাকরি বা কার্য গ্রহণ করতে পারবেন না’ বলে উল্লেখ রয়েছে।

    অফিস আদেশে আরও বলা হয়, এমতাবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত কর্মচারীদের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদন করার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করার জন্য এবং যারা ইতোপূর্বে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লিখিত/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হলো।

    অন্যথায় তাদের বিরুদ্ধে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০