- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২১ | ১:২৪ অপরাহ্ণ
রংপুরের হারাগাছে মাদকবিরোধী বিশেষ অভিযান চলার সময় তাজুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
এ দিকে ওই তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার কথা বলা হয়েছে উল্লেখ করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিমকে আহ্বায়ক এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মোত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুবকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) আরিফুজ্জামানকে সদস্য করা হয়েছে।
এই ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এরমধ্যে পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু, হারাগাছ থানার এসআই রিয়াজুল ইসলাম মাদক উদ্ধার এবং এসআই আব্দুল খালেক থানায় হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না পুলিশ আনুষ্ঠানিকভাবে সে ব্যাপারে কিছুই জানায়নি।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় হারাগাছের দরদী স্কুলের পাশে বানিয়ার তেপতি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলার সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় তাজুল ইসলাম নামের ৫২ বছর বয়সী ওই ব্যক্তি। তাকে গ্রেফতারের পর পেটানো হলে পাশের দেয়ালে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান এমন অভিযোগ প্রত্যক্ষদর্শী ও পরিবারের পক্ষ থেকে করা হলেও পুলিশের দাবি, ওই অভিযোগ গুজব। অভিযানের সময় তিনি অসুস্থ থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বাদ আছর তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে এ ঘটনার জেরে উত্তেজিত জনতা সোমবার রাতে হারাগাছ থানা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।