- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ নভেম্বর ২০২১ | ৪:১৪ অপরাহ্ণ
সঠিক সময়ে জনদাবি নিয়ে আন্দোলনে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘ঠিক সময়ে জনদাবি নিয়ে আন্দোলনে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে। তখন হয়তো বেগম খালেদা জিয়াকে জীবিত দেখতে পাবো না। এটা বুকের মধ্যে নেন। তরিকুল ইসলাম তো চলে গেছেন। আমাদের অনেকেই চলে যাবেন। সেই জন্য চাই কঠিন ঐক্য। চাই সম্মান, শ্রদ্ধা ভালোবাসা, যে ভালোবাসার মধ্য দিয়ে ঐক্য গড়ে তুলবো এবং আন্দোলনকে রাস্তায় নিয়ে যাবো।’
আজ শনিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তরিকুল ইসলাম স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।
দুদু বলেন, ‘আমি মনে করি, ছোট কর্মী থেকে বড় নেতা সবাইকেই প্রয়োজন। আসুন আমরা এ প্রতিজ্ঞায় আবদ্ধ হই, আমাদের নেতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধভাবে নেমে পড়বো।’
তিনি বলেন, ‘টাকা ছাড়া কিচ্ছু হবে না, দাঁড়াতে পারবো না- এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিয়েছি। টাকা আর আন্দোলন একসঙ্গে হয় না। তরিকুল ইসলাম এটা বিশ্বাস করতেন এবং আন্দোলন করে দেখিয়ে দিয়েছেন। তার বিপরীতমুখী মানুষটাকেও কাছে বসিয়ে রাখতেন বন্ধুর মতো ব্যবহার করতেন। এর নামই তো ঐক্য।’
দুদু বলেন, ‘যে লোকটা আমার সঙ্গে আছে, তাকে সরিয়ে দেওয়ার চিন্তা করলে আন্দোলনটা হবে কীভাবে? আমরা নিজের ছায়াকে বিশ্বাস করি না। তাহলে আন্দোলনটা হবে কীভাবে? সবকিছু বাদ দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ঐক্যের দরকার, আন্দোলনের দরকার।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।