- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ নভেম্বর ২০২১ | ৪:৩৩ অপরাহ্ণ
আবারও বাংলাদেশের ছবিতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে। অনুদানের ছবি ‘বিলডাকিনী’তে তিনি অভিনয় করবেন অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। পার্নো ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, ‘এই ছবির প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো, দারুণ খুশি হই। উনার সঙ্গে ভিডিওকলেও কথা হয়েছে আমার’।
ছবিতে মোশাররফ করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে লুৎফর রহমান জর্জ অভিনয় করবেন।
বিষয়টি নিয়ে পরিচালক তুহিন ও অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি।
এদিকে জানা যায়, এটি নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। রাজশাহীর কাছে একটি গ্রামে হবে ছবির শুটিং। যা শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। আগামী বছরের এপ্রিল মাসে ছবিটি মুক্তি পেতে পারে।
অন্যদিকে, ২০১৬ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘ডুব’-এ অভিনয় করেছিলেন পার্নো। এতে ছিলেন প্রয়াত বলিউড তারকা ইরফান খান। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনছায়া অবলম্বনে এটি নির্মিত।