- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ নভেম্বর ২০২১ | ৫:৩৭ অপরাহ্ণ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ভাড়া বাড়ানোর দাবিতে ডাকা ধর্মঘটের তৃতীয় দিন চট্টগ্রাম নগরীতে বাস চলাচল করছে। তবে ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে।
গতকাল শনিবার (০৬ নভেম্বর) দুপুরে বাস চালানোর ঘোষণা দিয়েছিল মহানগর বাস মালিক সমিতি। ঘোষণা অনুযায়ী, আজ রবিবার সকাল থেকে নগরীতে বাস চলাচল শুরু হয়।
সকাল থেকে চলাচল শুরু হলেও সড়কে বাসের সংখ্যা কম। যেসব বাস চলাচল করছে তারা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে। আগে যেখানে পাঁচ টাকা নিতো সেখানে ১০ টাকা নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
নগরীর দেওয়ানহাট এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দেওয়ান থেকে জিইসি পর্যন্ত প্রতিদিন পাঁচ টাকা দিয়ে যেতাম। আজ ১০ টাকা নিয়েছেন বাসের স্টাফ। তারা বলছেন, বাসে উঠলেই ১০ টাকা ভাড়া।
নগরীতে বাস চলাচল করলেও চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস বন্ধ আছে। আশপাশের কোনও জেলায় বাস চলাচল করেনি।
তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া নির্ধারণের আগে আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ থাকবে বলে জানিয়েছেন আন্তঃজেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন।
তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ভাড়া নির্ধারণ না করায় বাস চলাচল বন্ধ রেখেছেন চালকরা। আমরা ধর্মঘটের ডাক দিইনি। তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা না আসা পর্যন্ত আমরা বাস চালাবো না। কোনও সংগঠন যদি পরিবহন চালাতে চায় তবে চালাতে পারে। এতে আমাদের কিছু বলার নেই। তবে আমরা এটা বলতে পারি, ভাড়া সমন্বয় করার আগে আমাদের বাস চলবে না।