- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ নভেম্বর ২০২১ | ৮:৩৩ অপরাহ্ণ
নব্বই দশকের জনপ্রিয় রোমান্টিক নায়ক নাইম গত সপ্তাহে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর গত ৬ নভেম্বর রাতে হয়েছে তার বাইপাস সার্জারি।
এই অভিনেতার স্ত্রী অভিনেত্রী শাবনাজ জানান, এখন বেশ ভালো আছেন তিনি। সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলছেন।
তিনি বলেন, ‘নাইম এখন সুস্থ আছেন। তার সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। নাইম দেশবাসী, তার ভক্ত এবং যারা তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
কয়েক দিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন এই অভিনেতা। পরে হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষায় হৃদযন্ত্রের জটিলতা ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়।
শাবনাজ জানান, নাইমকে আরও সপ্তাহ খানেক হাসপাতালে থাকতে হবে।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাইম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরও অনেক সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন।