- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ নভেম্বর ২০২১ | ৭:২৪ অপরাহ্ণ
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। আজ রাতের এই ম্যাচে জিতে যদি পাকিস্তান ফাইনালে পৌঁছে যায়, তাহলে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ফাইনাল ম্যাচ দেখতে দুবাই যাবেন।
দেশটির সরকারের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের জিও টিভির অনলাইন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রত্যাশিত এ সফরের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
ইমরান খানের সঙ্গে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীও দুবাই সফরে যাবেন। তবে সবকিছুই আজকের অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের ওপর নির্ভর করছে।